Connecting You with the Truth

আই এস’র বিস্তৃতি ঠেকাতে ওবামার জোট গঠনের আহ্বান

obama_on_isis_bg_275702061দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়ার (আইএসআইএস/আইএস) জঙ্গি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

দ্বিতীয় মার্কিন সাংবাদিক স্টিফেন জোয়েল সোটলোফের শিরশ্ছেদের পর বুধবার তিনি এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে এ আহ্বান জানালেন।

এদিকে, ব্রিটেন ও ফ্রান্স জঙ্গি জিহাদিদের অগ্রযাত্রা ঠেকাতে ভারী সামরিক অভিযান চালানোর পক্ষে মত দিয়েছে।

ওবামা ইসলামিক স্টেট (আইএস) প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আমরা জানি, আমরা যদি আন্তর্জাতিক একটি জোটে যোগ দিতে পারি, তাহলে আইএসআইএল (দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভ্যান্ট) জঙ্গি বাহিনীর বিস্তৃতি ঠেকিয়ে দিতে পারি কিংবা তাদের বিনাশ করতে পারি। আমরা তাদের কার্যক্রম, এর আর্থিক সহায়তা ও এর সামরিক তৎপরতা থামিয়ে দিতে পারি।

ওবামা বলেন, কথা হচ্ছে, আমরা সঠিক কৌশল অবলম্বন করছি কিনা, আমরা আন্তর্জাতিকভাবে বা জোটগতভাবে কৌশল তৈরি করতে পারছি কিনা, এটাই বড় কথা।

এদিকে, ব্রিটেনের নাগরিকের শিরশ্ছেদের আশঙ্কা বেশি থাকায় তারা আকাশ পথে সামরিক জেট থেকে হামলায় অংশ নেওয়ার ক্ষেত্রে বেশি আগ্রহ দেখিয়েছে।

ওবামা বলেন, ৩১ বছর বয়সী সাংবাদিক স্টেফন সোটলোফের হত্যাকারীকে বিচারের আওতায় আনা হবে, তা যতই সময় লাগুক না কেন!

এদিকে, মার্কিন প্রশাসন থেকে জানানো হয়েছে, আগামী ২৫ সেপ্টেম্বর আইএসআইএস নিয়ে যে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সম্মেলন অনুষ্ঠিত হবে, তাতে বারাক ওবামা নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার মার্কিন সাংবাদিক স্টিফেন সোটলোফের শিরশ্ছেদ করার ভিডিও ক্লিপ ইন্টারনেটে আপলোড করে। এর আগে আগস্ট মাসে জেমস ফোলে নামে আরেক মার্কিন আলোকচিত্রী সাংবাদিকের শিরোশ্ছেদর ভিডিও আপলোড করে আইএস জঙ্গি বাহিনী। তখন তারা জানায়, আইএস বাহিনীর ওপর মার্কিনি আকাশ পথে হামলা বন্ধ না হলে তাদের হাতে আটক আরেক সাংবাদিক স্টিফেন সোটলোফেরও শিরোশ্ছেদ করা হবে।

Comments
Loading...