Connecting You with the Truth

আই টপ মডেল তানিয়ার ‘কপাল’

b-1
বিনোদন ডেস্ক:
‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ তানিয়া বৃষ্টি এরই মধ্যে দুটি ছবিতে অভিনয় করেছেন। এগুলো হলো ‘ঘাসফুল’ এবং ‘দরজার ওপাশে’। আর ‘লাভার নাম্বার ওয়ান’ ছবির দ্বিতীয় কিস্তির কাজ শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। এই ফাঁকে ‘কপাল’ নামের একটি নাটকে অভিনয় করবেন তিনি। লিখেছেন মিজানুর রহমান লাবু, পরিচালনা করবেন রবিন খান। আগামী ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর পুবাইলে হাসনা হেনা বাড়িতে এর দৃশ্যধারণ হবে। এখানে তানিয়া বৃষ্টির সহশিল্পী আখম হাসান, শতাব্দী ওয়াদুদ, হাসিন, মুনিরা মিঠু প্রমুখ। আগামী কোরবানি ঈদে চ্যানেল আইতে প্রচার হবে এটি। তানিয়া বৃষ্টি জানান, নাটকটিতে তার চরিত্রের নাম নূরী। এখানে তাকে ও হাসিনকে দুই বোনের ভূমিকায় দেখা যাবে। দু’জনকেই আখম হাসান ও শতাব্দী ওয়াদুদ পছন্দ করে।


Leave A Reply

Your email address will not be published.