Connect with us

বিনোদন

আকিরা কুরোসাওয়ার বিখ্যাত চলচ্চিত্র

Published

on

00/09/1998. ARCHIVES : AKIRA KUROSAWA
বিনোদন ডেস্ক:
বিখ্যাত জাপানিজ চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকায় সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় জাদুঘরে ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে এটি চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। কুরোসাওয়ার ছবিকে ঘিরে এই আয়োজন করেছে যৌথভাবে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া, জাপান ফাউন্ডেশন, জাপান দূতাবাস ও বাংলাদেশ জাতীয় জাদুঘর। ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার নির্বাহী পরিচালক বিবেশ রায় জানান, সাতদিনের এই আয়োজনে রয়েছে আকিরা কুরোসাওয়ার বিখ্যাত কিছু ছবির প্রদর্শনী ও কুরোসাওয়ার ছবি বোঝার কর্মশালা। এটি পরিচালনা করবেন ভারতের চলচ্চিত্রকর্মী সঞ্জয় ঘোষ। তিনি কলকাতা চলচ্চিত্র উৎসবের বাছাই কমিটির সদস্য। ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় আকিরা কুরোসাওয়া চলচ্চিত্র সপ্তাহের উদ্বোধন হবে। এদিন দেখানো হবে ‘সানজুরো’ ও ‘সেভেন সামুরাই’ ছবি দুটি। পরদিন সকাল ১১টায় ‘ইকিরু’, সন্ধ্যা ৬টায় ‘রশোমন’, ২১ সেপ্টেম্বর সকাল ১১টায় ‘মাদাদাইয়ো’, সন্ধ্যা ৬টায় ‘দ্য ইডিয়ট’, ২২ সেপ্টেম্বর সকাল ১১টায় ‘দ্য হিডেন ফোর্ট্রসে’, বিকেল ৩টায় ‘দ্য লোয়ার ডেপথস’, সন্ধ্যা ৬টায় ‘দারসু উজালা’, ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ‘ইওজিম্বো’, বিকেল ৩টায় ‘রেড বিয়ার্ড’, সন্ধ্যা ৬টায় ‘হাই অ্যান্ড লো’, ২৪ সেপ্টেম্বর সমাপনী দিন বিকেল ৩টায় ‘দোদিসুকাদেন’, সন্ধ্যা ৬টায় ‘থ্রোন অব ব্লাড’। ১৯ থেকে ২১ সেপ্টেম্বর প্রতিদিন বিকেল ৩টায় থাকছে কর্মশালা। প্রাক্তন সামুরাইদের বংশধর আকিরা কুরোসাওয়ার জন্ম ১৯১০ সালের ২৩ মার্চ। তাকে মনে করা হয় বিংশ শতাব্দীর সেরা পরিচালকদের মধ্যে অন্যতম। ১৯৯৮ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *