Connecting You with the Truth

আগামী মাসেই অবমুক্ত হচ্ছে উইন্ডোজ ৯ প্রিভিউ

777
অন্যান্য ডেস্ক:
আগামী মাসেই উন্মুক্ত হতে পারে মাইক্রোসফটের পরবর্তী অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯ এর প্রিভিউ। ধারনা করা হচ্ছে উইন্ডোজ ৯ কোডনেমেই এটি ছাড়া হবে। বেশ কয়েক মাস ধরেই এটি ছাড়ার ব্যাপারে কাজ করে যাচ্ছে উইন্ডোজ। আর এটি হবে ঠিক উইন্ডোজ ৮ এর প্রিভিউর মতোই। এতে সব ধরণের ফিচার থাকবে না। জেড ডি নেট জানিয়েছে, যারা এর প্রিভিউ ভার্সন ইন্সটল করবেন, তাদের পরবর্তী কয়েক মাসে নতুন নতুন সব আপডেট ইন্সটল করার জন্য নোটিফিকেশন দেওয়া হবে। অর্থাৎ ফাইনাল ভার্সন প্রস্তুত করার আগ পর্যন্ত এভাবেই চলতে থাকবে। উইন্ডোজ ৯ এর কিছু ফিচার মাইক্রোসফট কিছুদিন আগে হয়ে যাওয়া বিল্ড ডেভেলপার কনফারেন্সে প্রদর্শন করেছিল। এতে ফিরিয়ে আনা হচ্ছে স্টার্ট মেন্যু। উইন্ডোজ ৮ এ স্টার্ট মেন্যু না থাকায় অনেক ব্যবহারকারীর সমালোচনার মুখে পড়েছিল মাইক্রোসফট।

 

Comments
Loading...