Connecting You with the Truth

আগে ছিল রাজা এখন ম্যান ইউয়ের শয়তান ভ্যান গাল

s-1
স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গাল তার সমালোচনার জবাবে বলেছেন, ‘এতদিন আমি ছিলাম ম্যানচেস্টারের রাজা, আর একটি ম্যাচ হেরে আমি হয়ে গেছি ম্যান ইউয়ের শয়তান।’ সংবাদ সম্মেলনে নিজের নতুন দায়িত্ব এবং ক্লাবের এখনকার অবস্থান সম্পর্কে জানাতে গিয়ে এমনটি বলেন তিনি। প্রসঙ্গত সোয়ানসি সিটির বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে বসে ম্যান ইউ। হার দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু করা ভ্যান গাল শনিবার সান্দারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ সতর্ক। কারণ প্রিমিয়ার লিগের ধাঁচ তিনি এখনো বুঝে উঠতে পারেন নি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দুই সপ্তাহ আগেও আমি ম্যান ইউয়ে রাজার মতো সম্মান পেতাম, আর একটি ম্যাচ হেরে এখন আপনারা আমকে ম্যান ইউয়ের শয়তান বলে জানছেন। আসলে এটাই ফুটবল।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি, ম্যান ইউয়ের সমর্থকরা সকলে বুদ্ধিমান। আমি আগেই বলে রেখেছি, প্রথম তিন মাস আমার জন্য মানিয়ে নিতে কঠিন হবে। ক্লাবের খেলোয়াড় এবং সমর্থকদের সঙ্গে আমার সময় লাগবে মানিয়ে নিতে।’ ক্লাবকে খুব দ্রুতই একটা ভালো অবস্থানে নিয়ে আসবেন বলেও জানালেন ডাচ এ কোচ। গত মৌসুমে টেবিলের সাতে থাকা ক্লাবটি সোয়ানসি সিটির বিপক্ষে হারের মধ্যে দিয়ে ঘরের মাঠে উদ্বোধনী ম্যাচে ৪২ বছর পর হেরেছে।

Comments
Loading...