আগ্রাবাদ হোটেলের মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রাম প্রতিনিধি:
অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় অভিজাত আগ্রাবাদ হোটেলের মালিক এইচ এম খোরশেদ আলমসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ এস এম আতাউর রহমান এ পরোয়ানা জারি করেন। বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্নীতির মামলাটির কার্যক্রম হাইকোর্টের নির্দেশে স্থগিত ছিল। স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর পাঁচ কার্যদিবসে তারা কোন হাজিরা দেননি। ফলে আদালত আগ্রাবাদ হোটেলের মালিকসহ তিন আসামির জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন, আগ্রাবাদ হোটেলে চেয়ারম্যান এইচ এম খোরশেদ আলম, পূবালী ব্যাংকের চাকুরিচ্যুত এজিএম জসীম উদ্দিন এবং গালফ (বিডি) অ্যাসোসিয়েটের পরিচালক করিমুল হাসান। আদালত সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালের ১০ মে পূবালী ব্যাংকে আট হাজার মেট্রিকটন চাল আমদানির জন্য ৫ কোটি ৮৫ লক্ষ ১৯ হাজার দু’শ টাকার একটি ঋণপত্র খোলেন এইচ এম খোরশেদ আলম। কিন্তু পরবর্তীতে চাল আমদানি না করে সেই টাকা আত্মসাৎ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়।