আজমলের নিষেধাজ্ঞা ক্রিকেটের জন্য মঙ্গল!
স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ ও দেশটির সাবেক টেস্ট ব্যাটসম্যান ড্যারেন লেহম্যান আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন যাচাইয়ের সাম্প্রতিক কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন। তার ভাষ্য, এটা ক্রিকেটের জন্য মঙ্গলজনক। অর্থাৎ, সোহাগ গাজী,সাঈদ আজমল ও আল আমিন হোসেনদের সাম্প্রতিক নিষেধাজ্ঞা ক্রিকেটের জন্য ভালো। গেল সপ্তাহে পাকিস্তানের অভিজ্ঞ অফস্পিনার সাঈদ আজমল আইসিসি কর্তৃক অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে অভিযুক্ত হন। কারণ বায়োমেকানিক পরীক্ষায় ধরা পড়ে পাক তারকা বোলিংয়ের সময় নিয়মের অতিরিক্ত কনুইকে বাঁকিয়ে ফেলেন। এরও সপ্তাহখানেক আগে এই অভিযোগে অভিযুক্ত হন বাংলাদেশের স্পিনার সোহাগ গাজী ও পেসার আল আমিন হোসেন। এখন বায়োমেকানিক পরীক্ষার সামনে মুখোমুখি হতে হবে বাংলাদেশের এই জোড়কে। সাম্প্রতিক সময়ে বোলারদের বোলিং অ্যাকশন নিয়ে আইসিসির এই তোড়জোড় নিয়ে লেহম্যানের বলেন, ‘আইসিসি অবশ্যই এই বিষয়টিতে কঠোর নীতি গ্রহণ করতে পারে। কেননা এটা ক্রিকেটের জন্য মঙ্গলজনক। আপনি যদি আইনের মধ্যে থাকেন সেটা ভালো কিন্তু না থাকলে অবশ্যই বিষয়টিতে দেখভালের বিষয় আছে। ঠিক এই করাণেই ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার এই তোড়জোড়।’