আজীবন সম্মাননা পাচ্ছেন এটিএম শামসুজ্জামান
বিনোদনডেস্ক: চলতি বছর একুশে পদকে ভূষিত হয়েছেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। এজন্য তাকে আজীবন সম্মাননা হিসেবে ‘ঢাকা মডেল এজেন্সি অ্যাওয়ার্ড’ দেবে শুভেচ্ছা সাংস্কৃতিক ফোরাম।
আগামী ২০ মার্চ বিকেল সাড়ে ৫টায় রাজধানী সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে স্বাধীনতার ৪৪ বছর পূর্তির অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এটিএম শামসুজ্জামান বলেন, ‘এ ধরনের স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা বহুগুণ বাড়িয়ে দেয়। আমার জন্য এটা আনন্দেরও।’
এতে মরণোত্তর পদক দেওয়া হবে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদকে। এ ছাড়া সংস্কৃতির বিভিন্ন অঙ্গনে অবদানের জন্য পদক পাচ্ছেন আফসানা মিমি, হাসান মতিউর রহমান, জানে আলম, আনজাম মাসুদ, চৌধুরী জাফর উল্ল্যাহ শরাফত, সোহেল রহমান ও আনিকা কবির শখ।