আজ একসঙ্গে তারা পাঁচ জন
বিনোদন ডেস্ক:
ফাহমিদা নবী, এসডি রুবেল, ডলি সায়ন্তনী, ইভা রহমান ও মাহমুদ সানি- প্রত্যেকেই সংগীতাঙ্গনের পরিচিত মুখ। প্রায়ই তাদেরকে বিভিন্ন টিভি অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে গাইতে দেখা যায়। এবার একসঙ্গে টিভি পর্দায় হাজির হচ্ছেন এই পাঁচ তারকা। এটিএন বাংলার নিয়মিত সঙ্গীতানুষ্ঠান ‘সুরের মাধুরীতে’ গাইবেন তারা। প্রত্যেকেই শোনাবেন নিজের জনপ্রিয় গানগুলো। জিনিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন রুকসানা কবীর কাকলী। ১৪ সেপ্টেম্বর বিকাল ৪টা ২০ মিনিটে প্রচার হবে ‘সুরের মাধুরী’র এই পর্বটি।