Connect with us

দেশজুড়ে

আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত

Published

on

মোঃ এখলাছ উদ্দিন (রিয়াদ) কিশোরগঞ্জ প্রতিনিধি

আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধা ৬টা ১২ মিনিটে চাঁদ দিগমেত্মর উপরে উঠার পর থেকেই শুরম্ন হয়ে সন্ধা ৭ টা ৪৫ মিনিটে আংশিক গ্রহন এবং রাত ৮ টা ৫৯ মিনিটে চন্দ্র গ্রহনের উপচ্ছায়া পর্যায় শেষ হবে। বাংলাদেশে আংশিক চন্দ্র গ্রহন হলেও প্রশামত্ম মহাসাগর তীরবর্তী অঞ্চল আলাস্কা ও হাওয়াই থেকে পূর্ণ চন্দ্র গ্রহন দেখা যাবে। পরবর্তী চন্দ্র গ্রহন দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই। গতকাল শুক্রবার অনুসন্ধিৎস চক্র বিজ্ঞান সংগঠন গনমাধ্যমে এক বিবৃতিতে এ তথ্য নিশচিত করে। জানাযায় চন্দ্র গ্রহনের সময় যখন সূর্য ও চাদের মাঝখানে পৃথিবী একই সরল রেখায় চলে আসে । এ সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর পরে। এ সময় মনে হঢয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। চন্দ্রগ্রহন প্রায় ঘন্টাকালীন স্থায়ী হয়। পৃথিবীর ছায়া অতিক্রম করতে চাঁদের প্রায় ঘন্টা খানেক সময় লেগে যায়। অনুসন্ধিৎস চক্র জ্যোতিবিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ শাহজাহান মৃধা বলেন, সূর্য গ্রহন খালি চোখে দেখা অত্যান্ত ক্ষতিকর তিকর হলেও চন্দ্র গ্রহন খালি চোখে দেখা ক্ষতিকর নয়। অনুসন্ধিৎস চক্র বিজ্ঞানী বলেন চন্দ্র গ্রহন পর্যবেক্ষনের জন্য অনুসন্ধিৎস চক্র বিভিন্ন প্রস্ত্ততি নিয়েছে। কেন্দ্রিয় ও বৈজ্ঞানিক পর্যবেক্ষন ক্যাম্পটি ঢাকার আবতাবনগর প্রকল্পের উত্তরপ্রামেত্ম । মেঘ মুক্ত আকাশ থাকা সাপেক্ষে ক্যাম্প শুরম্ন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে। গ্রহন শেষ হওয়া পর্যমত্ম পর্যবেক্ষন ক্যাম্পটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *