Connecting You with the Truth

আজ থেকে শুরু মেসির দ্বিতীয় ইনিংস

Messi 700x417স্পোর্টস ডেস্ক: দু মাস আগে নীল-সাদা জার্সিকে বলেছিলেন আলবিদা। সিদ্ধান্ত পরিবর্তন করে ফের আর্জেন্তিনার জার্সিতে শুক্রবার নামতে চলেছেন লিওনেল মেসি। প্রতিপক্ষে বার্সিলোনায় তাঁর সতীর্থ লুই সুয়ারেজের উরুগুয়ে।
গত দু মাসে আর্জেন্তিনার ফুটবলে কম বদল হয়নি। জেরার্দো মার্টিনো পদত্যাগ করেছেন। নতুন কোচ এডগার্ডো বুয়াজা। হঠাৎ অবসর নেওয়া মেসি বদলে ফেলেছেন নিজের স্টাইল। তাঁর অবসরের রেশে অবসরের হিড়িক পড়ে যায় জাতীয় দলে। অবশেষে গত দু মাস ধরে সেই নিয়ে দীর্ঘ মেরামতির পর এখন আবার নতুন করে সেজে উঠছে অ্যালবিসেলেস্তে।
তবে অবসর ভাঙার পর শুক্রবার উরুগুয়ের বিরুদ্ধে কি দেখা যাবে এলএম টেনকে? ম্যাচের ৪৮ ঘণ্টা আগে এই নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কারণ? আর্জেন্তাইন মহাতারকার চোট! বৃহস্পতিবার কোচ বুয়াজার অবশ্য সাফ কথা, মেসির কোনও সমস্যা নেই।
সাংবাদিক বৈঠকে আর্জেন্তাইন কোচের এই মন্তব্যের পর সোনালি চুলের নতুন মেসিকে দেখার অপেক্ষায় ঘরের মাঠে দর্শকরা। বার্সিলোনার জার্সিতে চেনা ছন্দে। কোপা ফাইনালে হারের পর যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ফের মেসি কি শুক্রবারে দেখাতে পারবেন নীল-সাদা জার্সিতে ইন্দ্রজাল? উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব। ফোকাসে টিম আর্জেন্তিনাও। নয়া কোচ। নীল-সাদা মেসির দ্বিতীয় ইনিংস কোন পথে এগোয়, সেদিকেই তাকিয়ে গোটা পৃথিবী।

Comments
Loading...