আজ মাওনা উড়ালসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আজ শনিবার গাজীপুরে মাওনা উড়ালসেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর নির্মিত এই সেতু উদ্বোধনের পর মাওনা পেয়ারআলী কলেজ মাঠে সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই সেটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
মহাসড়কের উপর এটিই দেশের প্রথম ফোর লেন উড়াল সেতু। এই উড়াল সেতু চালু হলে উত্তরাঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ অনেক সহজ হবে। ২০১৩ সালে উড়াল সেতুর নির্মাণ কাজ শুরু হয়।