আজ মাঠে থাকছেনা ইশান্ত-জাদেজার
স্পোর্টস ডেস্ক:
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ভারতের হয়ে খেলা হচ্ছে না দলটির তরুণ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও পেসার ইশান্ত শর্মার। শনিবার গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে বিষয়টি নিশ্চিত করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপের মাত্র এক মাস আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন জাতির এই সিরিজ যে বিশ্বকাপের জন্য পোশাকি মহড়া সেটাও ভিন্নভাবে স্বীকার করে নেন ধোনি। এমএসডি বলেন, ‘এই সিরিজটি আমাদের জন্য খুব গুরুত্ববহ এই কারণে যে এই আসরটি থেকেই বিশ্বকাপের সঠিক কম্বিনেশন খুঁজে বের করার চেষ্টা করব আমরা।’ সংযুক্তি হিসেবে ধোনির বক্তব্য, ‘আমরা খেলোয়াড়দের ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। সে কারণে যেসব ক্রিকেটার হালকা চোট-পাটে ভুগছে তাদেরকে একাদশের বাইরে রাখা হবে। কেননা আমাদের বিবেচনায় একজন খেলোয়াড়কে কমপক্ষে ৮০ থেকে ৯০ শতাংশ ফিট থাকতে হবে। এই কারণে রোববারের ম্যাচে ইশান্ত শর্মা ও রবীন্দ্র জাদেজা খেলছেন না।’