বিনোদন
আজ শখের অগ্নিপরীক্ষা!
বিনোদন ডেস্ক:
শখ বহুগুণে গুণান্বিত। তিনি একাধারে অভিনেত্রী, মডেল, উপস্থাপিকা ও জনপ্রিয় নৃত্যশিল্পী। ছোটপর্দায় প্রচুর কাজ করেন তিনি। আর এই মডেল-অভিনেত্রী শখের আজ অগ্নিপরীক্ষা। দীর্ঘ ৪ বছর বিরতির পর আজ মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিটি। এ নিয়ে কয়েকদিন ধরে ভীষণ চিন্তায় আছেন তিনি। ছবিটির ফলাফলের ওপরই নির্ভর করবে, রুপালি পর্দায় তিনি টিকে থাকতে পারবেন কিনা। এর আগে ২০১০ সালে তার অভিনীত প্রথম ছবি ‘বল না তুমি আমার’ মুক্তি পায়। কিন্তু ছবিটি প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। প্রথমটির মতো এ ছবিরও একই দশা হলে ব্যর্থ অভিনেত্রী হিসেবেই চলচ্চিত্র থেকে তাকে বিদায় নিতে হবে। তবে শখের বিশ্বাস, এ ছবির মাধ্যমে তিনি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবেন। জানা গেছে, সানিয়াত হোসেন পরিচালিত এ ছবিটি শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ইতোমধ্যে ছবি মুক্তির সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এ ছবিতে শখের বিপরীতে অভিনয় করেছেন মডেল-অভিনেতা নীলয়। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- মিশা সওদাগর, শম্পা রেজা, কাবিলা, শহিদুল আলম সাচ্চু, আন্না, হৃদি, শামীম প্রমুখ। ছবির গানের কথা লিখেছেন জুলফিকার রাসেল ও শওকত আলী ইমন। সুর-সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও বেলাল খান। ছবিতে একটি নজরুলসঙ্গীতও রয়েছে। এ প্রসঙ্গে সানিয়াত হোসেন বলেন, ‘পুরোপুরি রোমান্টিক একটি কাহিনী নিয়ে এর গল্প আবর্তিত হয়েছে। আশা করি, ছবিটি দর্শকদের আকৃষ্ট করবে।’ শখ বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে এ ছবিটি দর্শক প্রশংসা অর্জন করলে আগামীতে আমি চলচ্চিত্রে নিয়মিত হব। সানিয়াত হোসেনেরই আরেকটি ছবিতে আমার অভিনয়ের কথা রয়েছে। তাছাড়া আরো কয়েকজন পরিচালকের সঙ্গেও এ ব্যাপারে কথা হচ্ছে। তবে সবার আগে এ ছবি নিয়ে কতটা সাড়া পাচ্ছি, তা বিচার করে দেখতে চাই।’ আসন্ন কোরবানি ঈদের জন্য তার ব্যস্ততা এখন থেকেই শুরু হয়ে গেছে। এবার তাকে ততধিক নাটক-টেলিছবির পাশাপাশি বেশ কটি নৃত্যানুষ্ঠানেও নৃত্য পরিবেশন করতে দেখা যাবে। নন্দিত বিজ্ঞাপন নির্মাতা অমিতাভ রেজার নির্মিত বিজ্ঞাপনের মাধ্যমে শখের মিডিয়ায় অভিষেক ঘটেছিল। অল্পদিনেই তিনি মডেলিং জগতে নিজের ক্রেজ তৈরি করতে সক্ষম হন। বিজ্ঞাপনের পাশাপাশি খন্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করে ইতোমধ্যে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন তিনি।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস