আটকে গেল চেলসি
স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার পর এবার প্রিমিয়ার লিগেও হোঁচট খেল চেলসি। ঘরের মাঠ স্ট্যাম্পফোর্ড ব্রিজে সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করল হোসে মরিনহোর দল। এর আগে গত বুধবার পিএসজি’র সঙ্গে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে চেলসি। দুই লেগ মিলিয়ে ৩-৩ স্কোরলাইন হলেও, ‘অ্যাওয়ে’ গোলে পিছিয়ে থেকে ইউরোপ সেরার লড়াই থেকে ছিটকে যায় প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা দলটি। অন্যদিকে, প্রিমিয়ার লিগে গত তিন ম্যাচে চেলসির এটা দ্বিতীয় ড্র। এর আগে বার্নলের সঙ্গেও নিজেদের মাঠে ড্র করেছিল মরিনহোর শিষ্যরা। রোববার স্ট্যামফোর্ড ব্রিজে ১০ মিনিটে এগিয়ে যায় চেলসি। ইভানোভিচের ক্রসে ডি বক্সের সামনে থেকে হেড করে গোলটি করেন দিয়েগো কস্তা। চলতি লিগে সেরা গোলদাতার তালিকায় আবারও শীর্ষে উঠলেন কস্তা। স্প্যানিশ এই স্ট্রাইকারের গোল সংখ্যা আপাতত ১৮টি। ব্যবধান অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মরিনহোর দল। ১৭ মিনিটে চেলসির মিডফিল্ডার মাতিচ প্রতিপক্ষের মিডফিল্ডার মানেকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে সাউদাম্পটনকে সমতায় ফেরান সার্বিয়ার মিডফিল্ডার তাদিচ। এরপর ২৯ ও ৩০ মিনিটে এগিয়ে যাওয়ার পরপর দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় সফরকারীরা।