Connecting You with the Truth

আট ঘণ্টা বিদ্যুৎহীন সিলেটের অর্ধলক্ষ মানুষ

সিলেট প্রতিনিধি:

বৈদ্যুতিক ত্র“টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিভিশন-১ এর আওতাধীন এলাকাগুলো। বিদ্যুৎহীন এসব এলাকার অর্ধ লক্ষাধিক মানুষ বসবাস করছেন। এসব এলাকায় আট ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর টেলিহাওর, তালতলা, জামতলা, মির্জাজাঙ্গাল, লামাবাজার, রিকাবিবাজার, চৌহাট্টা, মিরবক্সতলা, ডালিয়াপাড়া এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।  ডিভিশন-১ বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী আবুল হোসেন জানান, ফিডারের তার পুড়ে যাওয়ায় ওইসব এলাকাগুলোতে রাত তিনটা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  রয়েছে। এসব এলাকায় ৫০ হাজারের বেশি গ্রাহক রয়েছে। সংস্কার কাজ চলছে, খুব শীঘ্রই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

Comments
Loading...