আন্তর্জাতিক
আত্মহত্যার চেষ্টারত তরুণকে উদ্ধারে এসে সেলফি
ব্রিজের ওপর থেকে আত্মহত্যার চেষ্টারত এক তরুণকে উদ্ধারে এসে সেলফি তুলতে মগ্ন হয়ে গেলেন পুলিশ কর্মকর্তা! ব্যস, এই সুযোগে প্রায় ৬০০ ফুট উচ্চতার ব্রিজ থেকে লাফিয়ে আত্মঘাতী হয়েই গেলেন তরুণ!
তুরস্কের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে ঘটেছে মর্মান্তিক ও তুমুল সমালোচিত এই ঘটনা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, আত্মহত্যার জন্য এক তরুণ ব্রিজের রেলিং টপকে ওপারে যেয়ে তোড়জোড় শুরু করেছে-এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশের একটি অভিজ্ঞ দল। এসেই ওই তরুণকে বুঝিয়ে-সুঝিয়ে রেলিং পার হয়ে সড়কে এসে দাঁড়ানোর অনুরোধ জানাতে থাকে।
এরই মধ্যে অবাক কাণ্ড ঘটিয়ে বসেন এক পুলিশ সদস্য। পকেট থেকে নিজের স্মার্টফোনটি বের করে উদ্ধার তৎপরতাস্থলের সেলফি তুলতে থাকেন। তার এই অমানবিক আচরণে অন্য পুলিশ সদস্যরা হকচকিয়ে যান।
ব্যস, উদ্ধারকারীদের এই অমনোযোগের সুযোগ নিয়ে ব্রিজ থেকে আত্মঘাতী ঝাঁপ দেন ওই তরুণ।
আত্মঘাতী তরুণ ব্রিজের রেলিংয়ের যেখানটায় দাঁড়িয়ে ছিলেন তার মাত্র কয়েক ফুট দূরে দাঁড়িয়ে এমন কাণ্ড ঘটান ওই পুলিশ কর্মকর্তা।
এই খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার মুখে পড়েছেন ওই পুলিশ সদস্য।
সংবাদ মাধ্যমগুলো জানায়, আত্মঘাতী ৩৫ বছর বয়সী ওই তরুণ রাজধানীরই বাসিন্দা সাদরেত্তিন সাসকিন। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে তিনি এ কঠিন সিদ্ধান্ত নেন।
আঙ্কারা পুলিশের মুখপাত্র মাকসুদ কালিক জানান, তৃতীয় বারের মতো আত্মহত্যা চেষ্টায় ‘শেষ পরিণতি’ ভোগ করেন সাসকিন।
পুলিশ সদস্যের এই আচরণকে ‘মর্মান্তিক ও নিতান্তই দায়িত্ববোধহীন কাণ্ড’ বলে ক্ষোভ প্রকাশ করে চলেছেন সমাজকর্মীরা।
তবে, ওই দায়িত্বে চরম অবহেলার জন্য ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানান মাকসুদ কালিক।
Highlights
মিথ্যা মামলায় গ্রেফতারের একদিন পরই অব্যহতি পেল হিজবুত তওহীদ ইন্ডিয়া ফাউন্ডেশনের সদস্যরা
Highlights
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার হামলা, নিহত ৮
Highlights
মার্কিন ড্রোন ভূপাতিত করে পুরস্কার পেলেন রাশিয়ান পাইলটরা
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস