Connecting You with the Truth

আত্রাইয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আত্রাই প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবির সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।
২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন সম্পর্কে নাশকতা, আইন-শৃঙ্খলা, নিরাপত্তা সম্পর্কে বক্তব্য রাখেন আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খাঁন (ওসি)। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্র নাথ দত্ত দুলাল, প্রচার সম্পাদক আফছার আলী প্রাং, একেএম কামাল উদ্দিন টগর, সভাপতি উপজেলা মডেল প্রেস ক্লাব, মো. আজিজুর রহমান পলাশ, পরিচালক, আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি, মো. মকলেছুর রহমান (ভুট্টু) পরিচালক খুশি বীজ ভাণ্ডার, মো. সম্রাট হোসেন স্বত্বাধিকারী নুরবানু ফিলিং স্টেশন প্রমুখ।
সভায় ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত স্থানীয় সাংস্কৃতি সংগঠনের শিল্পীদের সমন্বয়ে আগামী ২৮ মার্চ ও ২৯ মার্চ দুই দিনব্যাপী নাটক মঞ্চস্থের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়া এবারের স্বাধীনতা ও জাতীয় দিবস বিগত বছরের ন্যায় যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Comments