Connecting You with the Truth

আত্রাই পাঁচুপুর ইউনিয়ন বিএনপি গঠন উপলক্ষে মতামত প্রকাশ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপি ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে তৃণমূল নেতা কর্মীদের গ্র“পিং ও দলীয় কোন্দল  নিরসনের লক্ষে  নতুনভাবে নতুন পদ্ধতিতে ওয়ার্ড, ইউনিয়ন, থানা, জেলা, বিভাগীয় কমিটি ঢেলে সাজানো ও আগামীতে কেন্দ্রীয় বিএনপির ডাকে সকল কর্মসূচী শতভাগ সফল করার জন্য নওগাঁ জেলা বিএনপি নেতা আত্রাই-রানীনগর বিএনপি কাণ্ডারী সফল নেতৃত্ব আনোয়ার হোসেন বুলুর নেতৃত্বে   নওগাঁর আত্রাইয়ে পাঁচুপুর ইউনিয়ন বিএনপি স্বচ্ছ কমিটি গঠন উপলক্ষে মতামত প্রকাশ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকাল ১১টায় পাঁচুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা অডিটরিয়াম হল রুমে ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল করিম সরদার। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএপির আহ্বায়ক এস,এম রেজাউল ইসলাম রেজু। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউপি চেয়ারম্যান এমদাদুল হক পিন্টু, মো: আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান , মো: তসলিম উদ্দিন, মো: আবুল হোসেন, আব্দুল মান্নান সরদার, সাবেক ইউপি চেয়ারম্যান ও আহ্বায়ক কমিটির সদস্য এস এম ফারুখ বখত, আহ্বায়ক কমিটির সদস্যা রওশন আরা পারভীন শিলা, আঙ্গুরী বেগম, মহিলা নেত্রী শামিমা চৌধুরী,  ইউপি সদস্য  মোস্তাফিজুর রহমান মোস্তাক, থানা যুব দলের সভাপতি ও ভাইস চেয়ারম্যান একরামুল বারী রঞ্জু, সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিঠু, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক সাইফুল ইসলাম, থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির রতন, আশরাফুল ইসলাম লিটন, মনিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আল-আমিন, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মন্টু, আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা শেষে ইউনিয়নের ৯৫ জন ভোটার গোপনে মতামত প্রকাশ তালিকায় ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে ইউনিয়ন কমিটির ১০জন যোগ্য ব্যক্তির নাম লিখে মতামত প্রকাশ করেন।

Comments
Loading...