আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের উপর রুশপন্থিদের হামলা
পূর্ব ইউক্রেইনের দোনেস্কে দুইবার গোলা হামলার শিকার হয়েছে ছয় সদস্যের একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল।
সরকারি বাহিনী এবং রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধবিরতি চলার মাঝেও এ হামলা হয়েছে। রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের গ্রুপের এক মুখপাত্র একথা বলেছেন।
হামলার ঘটনায় ইউরোপের নিরাপত্তা এবং সহযোগিতা সংগঠন (ওএসসিই) মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে এ মাসে হওয়া যুদ্ধবিরতি নাজুক হয়ে পড়েছে।
ওএসসিই বিবৃতিতে বলা হয়েছে, পর্যবেক্ষক দলের কাছ থেকে প্রায় ২শ’ মিটার দুরে গোলাটি বিস্ফোরিত হয়েছে। ওই দলটি দোনেস্ক এর একটি বাজারে গিয়েছিল। সেখনে আগেও গোলা হামলার খবর পাওয়া গেছে।
দলটি আরেকটি স্থানে যাওয়ার পর তাদের কাছে অন্য আরেকটি মর্টারের গোলা আঘাত হানে। তবে এ ঘটনায় ওএসসিই দলের কেউ আহত হয়নি। যদিও বিবৃতিতে বলা হয়েছে, পর্যবেক্ষকরা ঘটনাস্থলে নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন।
এ গোলা হামলার জন্য কে দায়ী এবং ওএসসিই পর্যবেক্ষকদেরকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে কি না তা বলতে পারেননি পর্যবেক্ষকদলের মুখপাত্র।