আন্তর্জাতিক মহলের সমর্থন না পেয়ে বিএনপিকে মামলায় জড়ানো হচ্ছে -এমকে আনোয়ার
চট্টগ্রাম প্রতিনিধি:
জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল ৫ জানুয়ারির নির্বাচনে সমর্থন না দিলেও তাদের সমর্থন রয়েছে প্রচার করে আওয়ামী লীগ সরকার দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার। আন্তর্জাতিক মহলের পাশাপাশি বাংলাদেশের জনগণও এই ‘অবৈধ’ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না দাবি করে অবিলম্বে ‘জনগণের হাতে’ ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
গতকাল সকাল সাড়ে ১১টায় নগরীর ইপিজেড মোড়ে ২০ দলীয় জোট আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে গণসংযোগ ও পথসভার আয়োজন করা হয়। সভায় এম কে আনোয়ার বলেন, প্রহসনের নির্বাচনের পর জাতিসংঘ নেতাদের সঙ্গে দেখা করে আওয়ামী লীগ সরকার বলেছিল, তাদের প্রতি আন্তর্জাতিক মহলের সমর্থন রয়েছে। অথচ বিএনপিসহ অন্যান্য প্রতিনিধিরা দেখা করার পর জানতে পারে সরকারকে তারা সমর্থন দেয় নি। তিনি বলেন, দেশে-বিদেশে কোথাও সমর্থন না পেয়ে সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। তাই তারেক রহমানসহ বিএনপি নেতাদের মামলায় জড়িয়ে আন্দোলন দমন করতে চাইছে। কিন্তু মামলা-হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। দেশে সুশাসন না থাকায় জনগণ শান্তিতে নেই উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির এ সদস্য বলেন, দেশে আইনের শাসন নেই। খুনীদের রক্ষা করে শ্রমিক জনতাকে হয়রানি করছে। মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না। তাই জনগণ এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। অবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন দিন। সে নির্বাচনে যারাই জয়ী হবে তাদের মেনে নেব। না হলে করুণ পরিণতি ভোগ করতে হবে।