Connecting You with the Truth

আপনার ‘মেমোরি কার্ড’ কি নষ্ট?

রকমারী ডেস্ক:
ফোন যতই দামি হোক না কেন, প্রাণভোমরা কিন্তু মেমোরি কার্ড। উপযুক্ত মেমোরি কার্ড ¯েপস না থাকলে হ্যাং করতে পারে দামি ফোনও। সাধারণত মেমোরি কার্ডের ¯েপস হয় ৪ থেকে ৬৪ জিবি। কিন্তু মেমোরি কার্ড নষ্টও হয় আকছার। ফোনের মেমোরি কার্ড হঠাৎ খুলে নেওয়া হলে বা কোনও ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হতে পারে। জেনে নিন কীভাবে নষ্ট হওয়া মেমোরি কার্ড ঠিক করবেন। কার্ড রিডারে মেমোরি কার্ড ঢুকিয়ে নিয়ে ক¤িপউটারে কানেক্ট করুন। খেয়াল রাখুন, হার্ড ড্রাইভের অন্যান্য ডিস্কের মতো মেমোরি কার্ড দেখালেও সেটিতে প্রবেশ করা যাবে না, কিন্তু ফাইল সিস্টেম ঠিক আছে। এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে পসফ লিখুন। এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড প্র¤পট (পসফ) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে জঁহ ধং ধফসরহরংঃৎধঃড়ৎ সিলেক্ট করে সেটি খুলুন। কমান্ড প্র¤প্ট চালু হলে এখানে পযশফংশ সৎ লিখে বহঃবৎ ক্লিক করুন। এখানে স হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ । ক¤িপউটারে কার্ডের ড্রাইভ দেখতে পেলে এখানে ‘চেক ডিস্ক’ কমপ্লিট হতে দিন। এখানে পড়হাবৎঃ ষড়ংঃ পযধরহং ঃড় ভরষবং বার্তা এলে টিপুন। এ ক্ষেত্রে ফাইল যদি ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি রহাধষরফ ভরষব ংুংঃবস দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে ঋড়ৎসধঃ-এ ক্লিক করুন। ঋরষব ংুংঃবস থেকে ঋঅঞ নির্বাচন করে ছঁরপশ ভড়ৎসধঃ-এর টিক চিহ্ন তুলে দিয়ে ঋড়ৎসধঃ-এ ক্লিক করুন। ফরম্যাট স¤পন্ন হলে মেমোরি কার্ডের তথ্য হারালেও কার্ড নষ্ট হবে না। নানাভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও স¤পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত এবং বাহ্যিকভাবে নষ্ট প্রায় কার্ডকে ঠিক করতে ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে। মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা না গেলে আপনাকে এই সফটওয়্যার সমাধান দিতে পারে। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু ক¤িপউটার বা অন্য যন্ত্র সেটিকে ‘রিড’ করতে পারে না।

Comments
Loading...