Connecting You with the Truth

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের নিজেকে সরিয়ে নিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ

August_2014-August_27-Abdullah_781004685আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিরীক্ষা প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন অন্যতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ। 

ভোট গণনা নিরীক্ষায় জালিয়াতির অভিযোগ তিনি এ প্রক্রিয়া থেকে বেরিয়ে যান বলে বুধবার সংবাদমাধ্যমকে জানান তার মুখপাত্র। পুরো প্রক্রিয়াটিই জালিয়াতিতে ভরা বলে এ সময় উল্লেখ করেন মুখপাত্র ফাজেল সানচারাকি।

ফলাফল নিরীক্ষার দায়িত্বে নিয়োজিত পর্যবেক্ষকরা নিরপেক্ষ আচরণ করছেন না অভিযোগ করে তিনি এ ব্যাপারে স্বাধীন তদন্তরেও দাবি জানান।

এদিকে ভোট গণনা নিরীক্ষা প্রক্রিয়া থেকে আব্দুল্লাহ আব্দুল্লাহ বেরিয়ে যাওয়ায় সাময়িকভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কাবুলে নিযুক্ত জাতিসংঘের মুখপাত্র লিয়াম ম্যাকডোয়েল।

গত জুন মাসে অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন ৮০ লাখ ভোটার। তবে প্রার্থীরা ভোট গণনায় জালিয়াতির অভিযোগ তুললে সৃষ্টি হয় জটিলতা।

পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ও জাতিসংঘের ব্যবস্থাপনায় নতুন করে ভোট গণনা নিরীক্ষার উদ্যোগ গ্রহণ করা হয়।

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ আব্দুল্লাহ এবং অর্থমন্ত্রী আশরাফ ঘানি আহমেদজাইয়ের মধ্যে। 

তবে নির্বাচনে বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাই আশরাফ ঘানিকে সহায়তা করেছেন বলে অভিযোগ তুলে ভোট গণনা ও ফলাফল ঘোষণার প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানান আব্দুল্লাহ আব্দুল্লাহ।

উল্লেখ্য, প্রথম দফা ভোটে এগিয়ে ছিলেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। তবে দ্বিতীয় রাউন্ডের রান অফ ভোটে নির্বাচন কমিশনের খসড়া ফলাফলে এগিয়ে ছিলেন আশরাফ ঘানি।

Leave A Reply

Your email address will not be published.