আফগানিস্তানে তালেবান হামলায় তিন পুলিশসহ ২২ জন নিহত
আফগানিস্তানের একটি নিরাপত্তা দপ্তরে তালেবান হামলায় অন্তত তিন পুলিশসহ ২২ জন নিহত ও অপর ৮০ জনেরও বেশি লোক আহত হয়েছে। গজনি প্রদেশের গোয়েন্দা অধিদপ্তরে প্রায় ২০ সদস্যের একটি তালেবান দল বৃহস্পতিবার ভোরে এ হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে একটি শক্তিশালী ট্রাক বোমার বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি গ্রেনেড হামলা চালায়। এরপর স্বয়ংক্রিয় মেশিনগান দিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষ প্রায় তিন ঘন্টা ধরে চলে বলে পুলিশ জানিয়েছে। তালেবান গোষ্ঠী এক টুইটার বার্তায় আজকের এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
গত জুন মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগকে কেন্দ্র করে যখন আফগানিস্তানে রাজনৈতিক অচলাবস্থা চলছে তখন আজকের এ তালেবান হামলা হলো।
গজনি পুলিশের উপ প্রধান আসাদুল্লাহ এনসাফি জানিয়েছেন, প্রায় তিন ঘন্টার সংঘর্ষে নিরাপত্তা বাহিনী ১৯ হামলাকারীর সবাইকে হত্যা করেছে। এতে তিন পুলিশও নিহত হয়। এ ছাড়া, সংঘর্ষের আগে চালানো ট্রাক বোমা হামলায় বহু বেসামরিক নাগরিকসহ অন্তত ৮০ জন আহত হয় যাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। গজনির প্রধান হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে এনসাফি জানান।