আফগানিস্তানে নেটো বিমান হামলা; নিহত ১৪
আফগানিস্তানের পূর্বাঞ্চলে নেটো বিমান হামলায় বেসামরিক নাগরিকসহ ১৪ জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এক আফগান কর্মকর্তা।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং এ হামলার জন্য তিনি যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে দায়ী করেছেন।
মাত্র কয়েক মাস আগে আফগানিস্তান থেকে বেশিরভাগে বিদেশি সেনা সরিয়ে নেয়া হয়।
জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের নামে এ ধরনের হামলায় বার বার বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্র ও আফগান সরকারের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
মঙ্গলবার রাতে দেশটির কুনার প্রদেশে রাজধানী নারাং এ এই হামলা চালানো হয়। জেলাটি জঙ্গিদের দখলে।
কুনার প্রদেশের গভর্ণর শুজা উল-মুল্ক জালাল বলেন, গ্রামবাসীরা ১৪ জনের মৃতদেহ নিয়ে এসেছে, যাদের মধ্যে দুইজন শিশু। স্থানীয়দের দাবি, নিহত সবাই বেসামরিক মানুষ।
ঘটনাস্থলে আফগান সরকারের নিয়ন্ত্রণ কম থাকায় সেখানে ঠিক কি ঘটেছিল সেটা নিশ্চিত করে বলা কঠিন বলে জানান ওই কর্মকর্তা।
ওদিকে, আফগানিস্তানে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী জানিয়েছে, ঘটনাটি তারা খতিয়ে দেখছে।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র মেজর পল গ্রিনবার্গ বলেন, “মঙ্গলবার কুনারের দানগাম জেলায় যৌথবাহিনীর হামলায় অস্ত্রধারী একজন জঙ্গি নিহত হয়েছে।”
“একই রাতে কুনার প্রদেশের নারাং জেলায় দ্বিতীয় অভিযানটি চালানো হয়। ঠিক কি পরিস্থিতিতে ওই হামলাটি চালানো হয়েছে সেটা আমরা খতিয়ে দেখছি।”
বিমান হামলায় যারা মারা যান তারা কোনো জঙ্গি সংগঠনের সদস্য নাকি বেসামরিক মানুষ সেটা তাৎক্ষণিক ভাবে নিশ্চিত হওয়া কঠিন।