Connecting You with the Truth

আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় ১৩ বাস যাত্রী নিহত

45e621f6ebce489bab2bff7cf87b7b73_18আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানে দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাসে বন্দুকধারীদের গুলিতে এক নারীসহ ১৩ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) স্থানীয় সময় রাত ১টার (আন্তর্জাতিক সময় সোমবার রাত সাড়ে ৮টা) দিকে দেশটির রাজধানী কাবুলের কাছে ওয়ারদাক প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রদেশটির গভর্নর আতাউল্লাহ খোগিয়ানি। বাসটি দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের দিকে যাচ্ছিল বলে জানা গেছে। পার্শ্ববর্তী গজনি প্রদেশের গভর্নর মোহম্মদ আলী জানান, হামলাকারীরা বাসের যাত্রীদের এক এক করে গুলি করে হত্যা করে। তবে কোন জঙ্গি সংগঠনের সদস্যরা এ হামলা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। কোনো সংগঠনও এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

Comments
Loading...