আফগানিস্তানে বাস ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলের ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত হয়েছে বলে জানা যাচ্ছে। রোববার ভোরে জাবুল প্রদেশের জিলদাক এলাকায় এ ঘটনা ঘটে, কাবুল থেকে কান্দাহার যাচ্ছিল যাত্রীবাহী বাসটি।
বাস ও তেলের ট্যাঙ্কারের সংঘর্ষে আরো ২৫ জন আহত হয়েছেন, এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছেন।
কাবুল-কান্দাহার মহাসড়কটি কোনো কোনো জায়গায় জঙ্গি অধ্যুষিত এলাকার ভিতর দিয়ে গিয়েছে। ওই সব জায়গায় বিদ্রোহী জঙ্গিদের এড়াতে অনেক চালকই দ্রুতবেগে গাড়ি চালিয়ে থাকেন। এছাড়া এই দেশটিতে বিশ্বের বিপদজনক বেশ কিছু সড়ক রয়েছে।