আফগানিস্তানে সেনা অভিযানে নিহত ২৩
আফগানিস্তানে সেনা অভিযানে অন্ততপক্ষে ২৩ বিদ্রোহী-জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবার থেকে এই অভিযান শুরু হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বুধবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “আফগান জাতীয় সেনাবাহিনী (এএনএ) কান্দাহার, কুন্দুজ এবং কাপিসা প্রদেশে ২৪ ঘণ্টা অভিযান চালায়। এতে ২৩ জন বিদ্রোহী-জঙ্গি নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। এসব অভিযানে আফগান সেনাবাহিনীর দুই সেনা নিহত হয়েছেন বলে বিবৃতিতে বলা হয়েছে। অভিযান চলার সময় সেনাবাহিনী ১০টি ভূমিমাইন ও রাস্তার পাশে পেতে রাখা বোমা নিষ্ক্রিয় করেছে।