Connecting You with the Truth

আফগান তালেবানের সিনিয়র কমান্ডার নিহত

716e460e17077bca2334332abae8b6bb_XLআন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় কাপিসা প্রদেশে এক সামরিক অভিযানে তালেবানের এক সিনিয়র কমান্ডার ও চার গেরিলা নিহত হয়েছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি এক টুইটার বার্তায় বলেছেন, বুধবার রাতে চালানো সামরিক অভিযানে তালেবান কমান্ডার মৌলভী শাফাক ও চার তালেবান যোদ্ধা মারা গেছে। মৌলভী শাফাক কাপিসা প্রদেশে তালেবানের ডেপুটি গর্ভনর হিসেবে পরিচিত ছিলেন। তালেবানরা তাদের কোনো কোনো সদস্যকে প্রদেশ ও বিভিন্ন জেলায় ছায়া সরকারের গভর্নর হিসেবে কাজ করার দায়িত্ব দিয়ে রেখেছে। তবে এ ধরনের পদের সরকারি কোনো স্বীকৃতি নেই। গত ১ জানুয়ারি থেকে আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কাছ থেকে আফগান নিরাপত্তা বাহিনী দায়িত্ব বুঝে নিয়েছে। এর আগে ৩১ ডিসেম্বর আফগানিস্তানে যুদ্ধমিশন শেষ করে আমেরিকা।

Comments
Loading...