আফ্রিকার ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক:
আসন্ন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দলে পেসার ডেল স্টেইন ও মরনি মরকেল থাকলেও হামস্ট্রিং চোঁটের জন্য বাদ গেছেন ভেরনন ফিল্যান্ডার। যদিও স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজে বিশ্রামে ছিলেন স্টেইন ও মর্কেল। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ত্রিদেশীয় সিরিজে গুরুত্বপূর্ণ দুই পেসার স্টেইন ও মর্কেলকে ঠিকই স্কোয়াডে রেখেছেন নির্বাচকরা। সিরিজের উদ্বোধনী ম্যাচে আগামী সোমবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল এবোট, হাশিম আমলা, কুইন্টন ডি কোক, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, রায়ান ম্যাকলারেন, ডেভিড মিলার, মরনি মরকেল, ওয়েন পার্নেল, অ্যারন ফানগিসো, রিলি রোসোউ, এমথোকোজিসি শেজি ও ডেল স্টেইন।