আফ্রিদিকে অধিনায়ক দেখতে চান সোয়েব মালিক
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানের সাবেক অধিনায়ক সোয়েব মালিক মনে করেন, আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের আগে দেশের সেরা অল-রাউন্ডার শহিদ আফ্রিদিকে দলের অধিনায়কত্ব দেওয়া যেতে পারে। মিসবাহ উল হককে সরিয়ে আফ্রিদির হাতেই নেতৃত্বের দায়িত্ব দিলে পরের বছরের বিশ্বকাপে পাকিস্তান ভাল কিছু করবে বলেও মনে করেন মালিক। ৩২ বছর বয়সী মালিক বলেন, ‘আমি জানিনা বোর্ড কি সিদ্ধান্ত নিবে। কিন্তু তারা যদি অধিনায়ক পরিবর্তন করতে চায়, তবে আমি মনে করি সেটা এখনই করার উপযুক্ত সময়। কারণ বিশ্বকাপ শুরু হতে বেশি সময় হাতে নেই।’ এ মৌসুমের সিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক মালিক আরো বলেন, ‘আফ্রিদি একজন অভিজ্ঞ ক্রিকেটার। তাই আমি মনে করি বোর্ড যদি মিসবাহের পরিবর্তে অন্য কাউকে দলপতি নিয়োগ দেয়, তবে এ মুহুর্তে আফ্রিদিই হবেন সঠিক ব্যক্তি। তিনি বিশ্বকাপে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে সক্ষম।’ বোর্ড যদি মালিককে অধিনায়কত্বের দায়িত্ব দেয়, তাহলে তিনি কি করবেন, এমন প্রশ্নের জবাবে মালিক বলেন, ‘বোর্ড যদি আমাকে এমন দায়িত্ব নিতে বলে, তাহলে আমি ২০১৫ সালের বিশ্বকাপের পর সে দায়িত্ব নিব। তখন আমি একটি চমৎকার দল গঠনের চেষ্টা করব। কারণ বিশ্বকাপের পরে আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার অবসর নিবেন।’ জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা ৩২টি টেস্ট এবং ২১৬টি ওয়ানডে খেলা সোয়েব মালিক জানালেন, দলে স্থায়ীভাবে জায়গা করে নেওয়াটাই
এখন তার প্রধান লক্ষ্য। তিনি এর আগে ২০০৭ বিশ্বকাপ থেকে শুরু করে ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।