আবারও একসঙ্গে তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণ ‘লাভ
বিনোদন ডেস্ক:
আবারও একসঙ্গে পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের তিন তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণ। এই তিনজনকে একসঙ্গে দেখা যাবে জি সরকার পরিচালিত ‘লাভ ২০১৪’ ছবিতে। মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মীয়মাণ এ ছবিতে এই তিন তারকার সঙ্গে আবারও অভিনয় করছেন সুচরিতা, দিতি, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ। ইসরাত জাহান নিবেদিত ‘লাভ ২০১৪’-এর শুটিং হয়েছে পুবাইল, উত্তরা, হাতিরঝিল ও এফডিসিতে। বরিশাল, মালয়েশিয়া ও ব্যাংককে পরবর্তীতে শুটিং হবে বলে জানালেন পরিচালক জি সরকার। ছবিটিতে দীর্ঘদিন পর শাকিব, অপু ও নিপুণ একসঙ্গে অভিনয় করছেন। তাদের একসঙ্গে অভিনীত সর্বশেষ ছবি মোহাম্মদ হোসেনের ‘নাম্বার ওয়ান শাকিব খান’। ছবিটি দারুণ ব্যবসা করেছে। ‘লাভ ২০১৪’-এর কাহিনী লিখেছেন কমল সরকার। চিত্রগ্রহণে লাল মোহাম্মদ। গান লিখেছেন রফিকুজ্জামান, কবির বকুল ও প্রদীপ সাহা। সংগীত দেবেন্দ্র চট্টোপাধ্যায়। নৃত্যে মাসুম বাবুল ও ফাইট আরমান। পরিচালক জি সরকার বলেন, অত্যাধুনিক ডিজিটাল অ্যারি এ্যালেক্সা ক্যামেরা দিয়ে ছবির শুটিং চলছে। একটি চমৎকার ছবি দর্শকদের উপহার দেয়ার চেষ্টা আমার থাকবে এবং ছবিটি দর্শকদের ভাল লাগবে।