Connecting You with the Truth

আবারও একসঙ্গে তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণ ‘লাভ

b-3
বিনোদন ডেস্ক:
আবারও একসঙ্গে পর্দায় আসার প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্রের তিন তারকা শাকিব খান, অপু বিশ্বাস ও নিপুণ। এই তিনজনকে একসঙ্গে দেখা যাবে জি সরকার পরিচালিত ‘লাভ ২০১৪’ ছবিতে। মেঘমালা কথাচিত্রের প্রযোজনায় নির্মীয়মাণ এ ছবিতে এই তিন তারকার সঙ্গে আবারও অভিনয় করছেন সুচরিতা, দিতি, আমির সিরাজী, আফজাল শরীফ, কাবিলা, বিপাশা, তানিয়া, মিশা সওদাগর ও মিজু আহমেদ। ইসরাত জাহান নিবেদিত ‘লাভ ২০১৪’-এর শুটিং হয়েছে পুবাইল, উত্তরা, হাতিরঝিল ও এফডিসিতে। বরিশাল, মালয়েশিয়া ও ব্যাংককে পরবর্তীতে শুটিং হবে বলে জানালেন পরিচালক জি সরকার। ছবিটিতে দীর্ঘদিন পর শাকিব, অপু ও নিপুণ একসঙ্গে অভিনয় করছেন। তাদের একসঙ্গে অভিনীত সর্বশেষ ছবি মোহাম্মদ হোসেনের ‘নাম্বার ওয়ান শাকিব খান’। ছবিটি দারুণ ব্যবসা করেছে। ‘লাভ ২০১৪’-এর কাহিনী লিখেছেন কমল সরকার। চিত্রগ্রহণে লাল মোহাম্মদ। গান লিখেছেন রফিকুজ্জামান, কবির বকুল ও প্রদীপ সাহা। সংগীত দেবেন্দ্র চট্টোপাধ্যায়। নৃত্যে মাসুম বাবুল ও ফাইট আরমান। পরিচালক জি সরকার বলেন, অত্যাধুনিক ডিজিটাল অ্যারি এ্যালেক্সা ক্যামেরা দিয়ে ছবির শুটিং চলছে। একটি চমৎকার ছবি দর্শকদের উপহার দেয়ার চেষ্টা আমার থাকবে এবং ছবিটি দর্শকদের ভাল লাগবে।

Comments
Loading...