জাতীয়
আবারও নতুন জোটের আÍপ্রকাশ, নেতৃত্বে নামুল হুদা
বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বে আÍপ্রকাশ করলো ২৬ দলের সমন্বয়ে গড়া নতুন জোট। নাম ‘বাংলাদেশ জাতীয় জোট’ (বিএনএ)। জোটের প্রধান নাজমুল হুদা নিজেই। গত কাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে নতুন এ জোট আÍপ্রকাশ করে। জোট গঠন করেই জাতিসংঘের সহায়তায় দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীকে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান নাজমুল হুদা। জোট ঘোষণার পর দলের করণীয় ঘোষণা করেন তিনি। এসময় তিনি বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের প্রতি তার দলের শ্রদ্ধা বজায় থাকবে। তাদের মর্যাদা, সম্মান যাতে অক্ষুন্ন থাকে সে চেষ্টাও অব্যাহত থাকবে। তাদের নামে কেউ কটূক্তি করলে তাকে প্রতিহত করবে এ জোট। সুস্থ রাজনীতির মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে দু’দলের পাল্টাপাল্টি সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করবে। নতুন এ জোটকে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে টিকিয়ে রাখা হবে। একই সঙ্গে মানবাধিকার, সংবিধান সমুন্নত রাখতে কাজ করবে জোট। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য- এ পাঁচ মৌলিক চাহিদা যাতে দেশের সকল পর্যায়ের জনগনের হাতের নাগালে পৌঁছানো যায় সে উদ্দেশ্যে কাজ করবে তার জোট। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবে। দলীয়করণের অভিশাপ থেকে দেশকে মুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ থাকবে তার জোট। প্রশাসন ও বিচার বিভাগকে স্বাধীন ও নিরপেক্ষ রাখাসহ দেশে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ও দেশে সত্যিকার অর্থে জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে সর্বদা সজাগ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় দেশের সংঘাতময় পরিস্থিতির অবসানে জাতিসংঘের সহযোগীতায় সংকট নিরসনের আহ্বান জানান জোটের নেতারা।
পরে রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে এক প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, “মুক্তমতকে আইনের মাধ্যমে স্তব্ধ করা রাজনীতির নীতি নয়। নিবন্ধন সংবিধান পরিপন্থি বিধান। রাজনীতি হলো মুক্তমতের একটি মঞ্চ। এই বিধান আগে ছিলো না।” নেতুন জোট ঘোষণার সময় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির নাজিম উদ্দিন আল আজাদ, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের শেখ শহিদুজ্জামান, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির শেখ মুস্তাফিজুর রহমান, জাগো বাঙালি দলের শেখ হাবিবুর রহমান, ইউনাইটেড মাইনরিটি পার্টির আর এম দাশ, বাংলাদেশ প্রতিবাদী জনতা পার্টির মো. ওমর ফারুক ফরাজী, বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টির হাজি মো. জালাল উদ্দিন, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টির অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন, গণতান্ত্রিক ন্যাপের মো. তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মাইনরিটি ইউনাইটেড ফ্রন্টের দিলীপ কুমার দাশ গুপ্ত, ন্যাশনাল লেবার পার্টির আবদুল্লাহ জিয়া ছাড়াও বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ, বাংলাদেশ তফসিল ফেডারেশন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, গণ সংগ্রাম পরিষদ, বাংলাদেশ গণশক্তি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের প্রধানরা উপস্থিত ছিলেন।
Highlights
কর্মচারী ‘নয়ন সিন্ডিকেটের’ দাপটে তটস্থ রমেক হাসপাতাল
Highlights
শেরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
জাতীয়
নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান সাংসদ সেলিমা আহমাদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস