বিনোদন
আবারও বলিউড কাপাতে আসছেন কারিনা কাপুর!
বিনোদন ডেস্ক:
বলিউডে একসময় তিনি রাজত্ব করেছেন। সুপার হিট সিনেমা মানেই যেন হয়ে দাঁড়িয়েছিল কারিনা কাপুর। কিন্তু সময়ের সাথে সাথে যেন এই তারকার চাহিদাও কমতে থাকে। নামিদামী পরিচালকের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও হাতছাড়া হতে থাকে। সবকিছু মিলিয়ে ধরেই নেয়া হয়েছিল যে বলিউডে কারিনা কাপুরের ক্যারিয়ার শেষ। কিন্তু এবার যেন সেই ধারণাই ভুল প্রমাণ করলেন এই অভিনেত্রী। বলিউড বক্স অফিসে বাজিমাত করলেন পাতৌদি পরিবারের বধূ ও বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীর্ঘ দুই বছর পর তার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম রিটার্নস’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মাত্র দুই দিনে ছবিটি ৫০ কোটি রুপি আয় করে নিয়েছে। এ বছর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে দুই দিনের হিসাবে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। অ্যাকশন ধাঁচের এই সিনেমার মাধ্যমে কারিনা বেশকিছু চমক নিয়ে বলিউডপ্রেমীদের সামনে হাজির হয়েছেন। সেই চমক দেখতে প্রেক্ষাগৃহে দর্শকরা রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন। এ প্রসঙ্গে কারিনা কাপুর বলেন, ‘এ সিনেমাতে আমি রোমান্টিক খোলস ছেড়ে মারকুটে রূপে আবির্ভূত হয়েছি। তাই ছবি মুক্তির আগেই আমাকে নিয়ে দর্শকদের মনে নানা ধরনের কৌতূহল দেখা গেছে।’ সূত্রটি আরো জানিয়েছে, রোহিত শেঠি পরিচালিত বহুল আলোচিত এ সিনেমাতে কারিনা অজয় দেবগনের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন। ১৫ আগস্ট মুক্তিপ্রাপ্ত এ সিনেমাটি মাত্র পাঁচ দিনেই ১০০ কোটির ক্লাবে পা রাখতে যাচ্ছে। আয়ের গতি এমন থাকলে ১১৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি প্রথম সপ্তাহেই মূলধন উঠিয়ে নিতে পারবে। এর আগে সর্বশেষ গত দু’বছরে কারিনা অভিনীত ‘এক ম্যায় অর তু’, ‘এজেন্ট বিনোদ’, ‘গোরি তেরি পেয়ার মে’ সিনেমাগুলো ব্যবসায়িকভাবে চরম মার খেয়েছে। তাছাড়া শুধুমাত্র চরিত্র পছন্দ না হওয়ায় একের পর এক বিগ বাজেটের সিনেমা হাতছাড়া করেছেন তিনি। এর মধ্যে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘কাল হো না হো’, ‘ফ্যাশন’, ‘পেজ থ্রি’, ‘রামলীলা’র মতো মেগাহিট সিনেমাও রয়েছে। তবে ‘সিংহাম রিটার্নস’ সিনেমাটি সাফল্য লাভ করায় দারুণ খুশি কারিনা কাপুর।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস