আবারো আন্দোলনে বেরোবির ইটি বিভাগের শিক্ষার্থীরা
বেরোবি প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেকট্রোনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থীরা আবারও ল্যাবের দাবিতে ক্লাস, পরীক্ষা থেকে শুরু করে একাডেমিক সকল কার্যক্রম বর্জন করেছে। গতকাল সোমবার ১২টায় একাডেমিক ভবন ২ এর সামনে থেকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ল্যাব চাই, দাবিতে বিক্ষোভ মিছিল বের করে । এ মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে আসে এবং প্রশাসনিক ভবনের ২য় তলায় ভিসির কার্যালয়ের সামনে বসে অবস্থান গ্রহণ করে। এসময় ল্যাবের টাকা গেল কোথায়, প্রশাসন নীরব কেন? ইত্যাদি শ্লোগানে ক্যাম্পাস মুখরিত করে শিক্ষার্থীরা।
একাধিক শিক্ষার্থী জানান, ল্যাব না থাকায় সেশনজট তীব্র আকার ধারণ করেছে। প্রতিটি ব্যাচের শিক্ষার্থীরা এক থেকে দেড় বছর সেশনজটে পড়েছে। এই বিষয় তারা প্রশাসনকে বারবার বলার পরেও কোন পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে জীবন নামের এক শিক্ষার্থী বলেন,‘‘ল্যাব না থাকায় তাদের ৬ মাসের এক সেমিস্টার শেষ হতে ১৮ মাস লেগে যাচ্ছে। ৩ বছরে তারা ১ম বর্ষ শেষ করতে পারিনি। এর আগেও আন্দোলনে ভিসি স্যার শুধু তাদের আশার বাণী শুনিয়েছেন কিন্তু কোন পদক্ষেপ গ্রহণ করেননি।
শিক্ষার্থীরা আরো জানান, তাদের দাবির বিষয়ে সুনির্দিষ্ট কোন তারিখ না পাওয়া পর্যন্ত তারা প্রশাসনিক ভবনে অবস্থান করবেন ।