আবারো বাবা হতে যাচ্ছেন ওয়াসিম আকরাম
স্পোর্টস ডেস্ক:
আবারো বাবা হতে যাচ্ছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তার স্ত্রী অস্ট্রেলিয়ার সানিয়েরা আকরাম প্রথমবারের মত মা হতে যাচ্ছেন। সামাজিক নেওয়ার্ক টুইটারের মাধ্যমে পুনরায় পিতা হতে যাওয়ার সংবাদটি নিজেই জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। টুইটারে আকরাম লিখেছেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সানেরিয়া এবং আমি প্রথমবারের মত একটা সন্তান জন্ম দিতে যাচ্ছি। ভুমিষ্ঠ হওয়ার পথে থাকা শিশুটির জন্য শুভ কামনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’ ১৯৯৫ সালে প্রথম স্ত্রী হুমাকে বিয়ে করেন ৪৮ বছর বয়সী ওয়াসিম। তাদের ঘরে দুই ছেলে রয়েছে। বিভিন্ন রোগে ভোগা হুমা ২০০৯ সালের ২৫ অক্টোবর মারা যান। এরপর গত বছর ১২ আগস্ট মেলবোর্নে জন্মগ্রহণকারি সানিয়েরাকে বিয়ে করেন সাবেক এ ফাস্ট বোলার।