Connecting You with the Truth

আবার বড়পর্দায় ফিরছেন রিয়াজ

b-4
বিনোদন ডেস্ক:
এক সময়ের দাপুটে নায়ক রিয়াজ চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে আছেন দীর্ঘদিন। নিয়মিত অভিনয় করছেন নাটক, টেলিছবিতে। নানা কারণে চলচ্চিত্র থেকে তার এই মুখ ফিরিয়ে থাকা। যে মাধ্যম দিয়ে রিয়াজ আজকের অবস্থানে, চাইলেই সেসব ছেড়ে দূরে সরে আসা সম্ভব? নিশ্চয়ই নয়। রিয়াজ তাই আবার বড়পর্দায় ফিরছেন। ‘সুইটহার্ট’ ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী বিদ্যা সিনহা মিম। রিয়াজের চরিত্রটির স্থায়িত্ব বেশিক্ষণের নয়। গল্পে মিমের স্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। দু’জন খ্রিষ্টান। রিয়াজ বলেন, ‘ছবিটির গল্প খুবই কিার। এ কারণে অতিথি চরিত্রে কাজ করতে রাজি হয়েছি। আমি কেন অতিথি চরিত্রে কাজ করছি, ছবিটি দেখলেই দর্শক সেটা বুঝতে পারবেন।’ ‘সুইটহার্ট’ ছবিতে আরও অভিনয় করবেন বাপ্পী ও ইমন। খুব তাড়াতাড়িই ছবিটির দৃশ্যধারণ শুরু হবে।

Comments
Loading...