আন্তর্জাতিক

আবার সম্প্রচার শুরু পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির

Published

on

পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভির ভেতর থেকে নিরাপত্তা বাহিনী সরকার বিরোধী বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ার পর সেখান থেকে আবার সম্প্রচার শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা পিটিভি ভবনে ঢুকে পড়ার পর এর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ গত কয়েকদিন ধরে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে আছে।

বিরোধী নেতা এবং সাবেক ক্রিকেটার ইমরান খান এবং প্রভাবশালী ধর্মীয় নেতা তাহির উল কাদির এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন।

গত কয়েকদিনের বিক্ষোভে অন্তত তিনজন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছেন।
ইমরান খান এবং তাহির উল কাদির তাদের সমর্থকদের প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার আহ্বান জানিয়েছেন।
ইসলামাবাদে পার্লামেন্ট ভবনের বাইরে সোমবারও পুলিশের সঙ্গে বিক্ষোভাকারীদের সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভকারীরা পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবি জানাচ্ছেন। তার বিরুদ্ধে দুর্নীতি এবং নির্বাচনে কারচুপির অভিযোগ আনছেন বিরোধী নেতারা। শরিফ অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

পাকিস্তানের এই রাজনৈতিক সংকটে মধ্যস্থতার চেষ্টা করছে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version