আমবাতি রাইডুও বিরাট কোহলির ণৈপুণ্যে ভারত
স্পোর্টস ডেস্ক:
শুক্রবার রাতে সীমিত ওভারের ম্যাচে কাউন্টি দল মিডলসেক্সকে ৯৫ রানে হারিয়েছে ভারত। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আÍবিশ্বাস খানিকটা ফিরে পেয়েছে ভারত। টেস্ট সিরিজে স্বাগতিকদের কাছে শোচনীয়ভাবে হারলেও ওয়ানডের প্রস্তুতি ম্যাচে দারুণ এক জয় সঙ্গী হয়েছে ধোনিবাহিনীর। টস জিতে এই ম্যাচে আগে ফিল্ডিং করতে নামে মিডলসেক্স। সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে চরমভাবে ব্যর্থ হওয়া ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি এই ম্যাচে ৭১ রানের ঝলমলে ইনিংস উপহার দেন। আমবাতি রাইডুও খেলেছেন ৭২ রানের কার্যকারী এক ইনিংস। এই দুই ব্যাটসম্যানের ণৈপুণ্যে ৪৪.২ অলআউট হওয়ার আগে ২৩০ তোলে ভারত। জবাবে ৩৯.৫ ওভারে মিডলসেক্স অলআউট হয় মাত্র ১৩৫ রানে। অবশ্য ভারতের এই জয়ের পিছনে বামহাতি লেগ স্পিনার করন শর্মার অবদানও কম নয়। ৪.৫ ওভার বল করে ১৪ রান খরচায় ৩ উইকেট দখল করেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা ২৭ বছর বয়সী এই বোলার।