আমিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে আইসিসি
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তানী বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমিরের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড মিটিংয়ে দীর্ঘ ৫ বছর ক্রিকেটের বাইরে থাকা আমিরের নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। ম্যাচ ফিক্সিংয়ের জড়িত থাকার দায়ে ২০১০ সালের ২ সেপ্টম্বর থেকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন আমির। গত নভেম্বরে আমিরের নিষেধাজ্ঞা বাতিল ও পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে আইসিসির কাছে চিঠি পাঠায় পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেন আইসিসি কর্তারা। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় বল হাতে পুনরায় মাঠে নামার আর কোন বাধাই রইল না বাঁ-হাতি আমিরের সামনে। ফিক্সিংকাণ্ডে জড়িত থাকায় আমিরের সাথে সাথে নিষিদ্ধ করা হয় আরও দুই ক্রিকেটোর মোহাম্মদ আসিফ ও সালমান বাটকেও। তবে বাকি এই দুই ক্রিকেটারের ব্যাপারে এখনও তেমন কোন সিদ্ধান্ত নেননি পিসিবি।