গত ১৯ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত বলিউড সিনেমা ‘পিকে’। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমির খান ও আনুশকা শর্মা। মুক্তির পরই এটি বিশ্বব্যাপী সাড়া ফেলেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বক্স অফিসে এ সিনেমার আয় হয়েছে ৬২০ কোটি রুপি। কিন্তু জনপ্রিয়তা পেলে কী হবে। এ সিনেমা নিয়ে সৃষ্টি হয়েছে জোর বিতর্ক। এ নিয়ে বেশ বিপাকে আছেন ‘পিকে’ সংশ্লিষ্টরা। অনেক হিন্দুত্ববাদী ডানপন্থী সংগঠন এ সিনেমা বাতিলের দাবি জানিয়েছে। তাছাড়া অনেক জায়গায় এ সিনেমার পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। পেশাগতভাবে দ্বন্দ্ব থাকলেও আমির খানের এমন বিপদের সময় তার পাশে দাঁড়িয়েছেন শাহরুখ খান। তিনি একটি প্রভাবশালী গণমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, একটি সিনেমা সেন্সর বোর্ড থেকে মুক্তি পাওয়ার পর তা নিয়ে কোনও প্রশ্ন তোলা উচিৎ নয়। ভারতের সেন্সর বোর্ড খুবই কড়া। এ সিনেমার সরকারি বৈধতা আছে।