Connecting You with the Truth

আমি এখন চুম্বন দৃশ্যে আগ্রহী নই বিদ্যা !

bidda_
বিনোদন ডেস্ক:
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ‘ডার্টিগার্ল’খ্যাত বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তিনি সম্প্রতি একতা কাপুরের ‘ডার্টি পিকচার টু’ ছবিতে একাধিক অন্তরঙ্গ দৃশ্যে ক্যামেরাবন্দি হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুরের নির্দেশেই খোলামেলা দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন বিদ্যা। এর আগেও ছবিতে জুটিবদ্ধ হয়ে কাজ করেছিলেন বিদ্যা-ইমরান। তাতে ঘনিষ্ঠ ও একাধিক চুমোর দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তারা। এরই ধারাবাহিকতায় একতা এ জুটিকে নিয়ে একাধিক চুম্বন দৃশ্যের পরিকল্পনা করেছিলেন । কিন্তু ওই পরিকল্পনা ভেস্তে গেছে। কারণ, এখন থেকে আর চুমোর দৃশ্যে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে রীতিমতো বিপাকেই পড়েছেন একতা। কারণ, চরিত্রের প্রয়োজনে এখানে চুমোর দৃশ্যগুলো গুরুত্বপূর্ণ ছিল। তাই এখন একতা স্ক্রিপ্টে খানিকটা পরিবর্তন আনার চেষ্টা করছেন তিনি। এ প্রসঙ্গে বিদ্যা বলেন, ‘আমি এখন চুম্বন দৃশ্যে কাজ করতে মোটেও আগ্রহী নই। কারণ, বিয়ের পর আমি এখন সংসারী হয়েছি। এখন স্বামীর (সিদ্ধার্থ রায় কাপুর) মানসিকতা বিবেচনা করেই আমাকে অভিনয় করতে হবে। আমি এটা ইতিবাচকভাবেই দেখছি।’ সূত্রটি আরো জানিয়েছে, দীর্ঘদিন ধরে কোনো নতুন ছবি মুক্তি পায়নি বিদ্যা বালানের। বিয়ের পর দুই বছর ধরে বেশ অনিয়মিতই হয়ে পড়েছেন তিনি। বিদ্যা বালানকে সর্বশেষ জুন মাসে মুক্তিপ্রাপ্ত ‘ববি জাসুস’ ছবিতে দেখা গেছে। এতসব দেখে-শুনে সমালোচকরা বলছেন, ‘স্বামীর কথামতোই বর্তমানে বেশ বেছে বেছে ছবির কাজ হাতে নিচ্ছেন বিদ্যা। সে কারণেই ‘দ্য ডার্টি পিকচার টু’ ছবির ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, যে বিদ্যা ক্যারিয়ারের শুরুই করেছিলেন পরিণীতা সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের মাধ্যমে, সেই বিদ্যা ঘনিষ্ঠ দৃশ্যকে না বলে কতদিন টিকবেন বলিউডে?



Leave A Reply

Your email address will not be published.