Connecting You with the Truth

আমি কিছুতেই ভুল করতে চাই না’

বিনোদন ডেস্ক:
অঞ্জন দত্ত পরিচালিত প্রথম বাংলাদেশি সিনেমা ‘মন বাকসো’র সংবাদ সম্মেলন হয়ে গেল
সোমবার। ‘রঞ্জনা আমি আর আসবো না’ খ্যাত এই পরিচালক বললেন, বাংলাদেশি দর্শকদের নতুন কিছু একটা উপহার দিতে চান তিনি। “এ সময়ে এসে আমি কিছুতেই ভুল করতে চাই না। একটা নতুন কিছু করব। আমি জানি আমি করতে পারব।” ‘মন বাকসো’র কেন্দ্রীয় চরিত্র নির্জন চৌধুরীর ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্তকে। আর তার মেয়ে মৈত্রী চরিত্রে থাকছেন বিদ্যা সিনহা সাহা মিম। সিনেমায় আরেকটি চরিত্রে থাকছেন নিরব। বাকি অভিনেতাদের ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি। পারিবারিক সর্ম্পকের জটিলতা নিয়ে হতে যাওয়া এই সিনেমায় দেখা যাবে নির্জন চৌধুরী একজন কবি। তার মেয়ে মৈত্রীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়েই এগুবে সিনেমার কাহিনি। অঞ্জন দত্ত জানালেন, সিনেমায় মৈত্রীর জীবনে আসা চার পুরুষ দৈর্ঘ্য, স্পন্দন, শুভ্র এবং সৌরভ – এই চারটি চরিত্রের মধ্যে দৈর্ঘ্য চরিত্রে নিরবকে চূড়ান্ত করা হলেও বাকিগুলোর জন্য নিলয়, ইমন, কল্যান কোরাইয়াসহ বেশকিছু তরুণ অভিনেতার সঙ্গে কথাবার্তা চলছে। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যকার তুষার আবদুল্লাহ বলেন, “নির্জন চৌধুরী চরিত্রের জন্য আমি প্রথমে হুমায়ূন ফরিদীর কথা ভেবেছিলাম। চলচ্চিত্রটি অনেক আগেই শুরু করতাম। চিত্রনাট্য হাতে নিয়ে অনেক প্রযোজকের কাছে গিয়েছি। কিন্তু তারা কেউ সিনেমাতে লগ্নি করতে রাজি হয়নি। তাই হুমায়ূন ফরিদীকে নিয়ে সিনেমাটি করা হল না।” ‘মন বাকসো’তে থাকছে ছয়টি গান ও তিনটি কবিতা। সিনেমাতে একটি রবীন্দ্রসংগীত গাইবেন অঞ্জন দত্ত। আবৃত্তি তিনটিও তিনিই করবেন। এছাড়া গান গাইবে কণা, এলিটা এবং ব্যান্ডদল চিরকুট। ভারতের অনুপম রায়, রূপঙ্কর, সোমলতা এবং রূপম ইসলামও গাইবেন এ সিনেমাতে। অঞ্জন দত্ত জানিয়েছেন, চলতি বছরের নভেম্বর মাস থেকেই শুরু হবে সিনেমার শ্যুটিং। ঢাকা, মানিকগঞ্জ ও সিলেটের বিভিন্ন লোকেশনে শ্যুটিং হবে এ সিনেমার। সিনেমাটি শুধু বাংলাদেশে মুক্তি দেওয়া হবে।

 

 

Leave A Reply

Your email address will not be published.