Connecting You with the Truth

আমেরলি শহর ইরাকের সরকারি বাহিনীর দখলে

iraq2ইরাকের সরকারি বাহিনী সেদেশে লড়াইরত ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রাণাধীন আমেরলি শহরের অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে।   

রোববার সশস্ত্র স্বেচ্ছাসেবকদের সহায়তায় সরকারি বাহিনী রাজধানী বাগদাদ এবং কিরকুক শহরের মধ্যবর্তী আমেরলি শহরে প্রবেশ করে। চানা যায় যেখানে কমপক্ষে ১২ হাজার মানুষ গত দু মাস ধরে আটকে ছিল। যারা খাদ্য ও পানির প্রচণ্ড অভাব বোধ করছিল।     

ইরাকের নিরাপত্তা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কাশেম আতা বার্তা সংস্থা এএফপিকে জানায়, তাদের বাহিনী আমেরলি শহরে প্রবেশ করেছে এবং বিদ্রোহীদের অবরোধ ভাঙতে সক্ষম হয়েছে। 

আমেরলির মেয়র আদেল-আল-বায়াতি রয়টার্সকে বলেন সরকারি বাহিনী শহরে প্রবেশ করেছে এবং তিনি আশাবাদী এতে শহরের বাসিন্দাদের দুর্ভোগের লাঘব হবে।   

আল জাজিরার খবরে বলা হয়েছে, আমেরলি শহরে এখনও লড়াই চলছে এবং সরকারি বাহিনী সেখান থেকে সুন্নী বিদ্রোহীদের সরিয়ে দিতে চাচ্ছে।

Comments
Loading...