আমেরিকার কলোরাডোয় বিমান বিধ্বস্ত, নিহত ৫
আমেরিকার কলোরাডোয় একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে ইরি মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের রানওয়ের পাশের মাঠে এক ইঞ্জিন বিশিষ্ট পিপার পিএ-৪৬ বিমানটি বিধ্বস্ত হয়ে এর পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।
মাউন্ট ভিউ ফায়ার রেসকিউ’র সহকারী প্রধান রজার রেডমাখার জানিয়েছেন, উদ্ধারকারীরা ছয় আসনের ওই বিমানটির ধ্বংসাবশেষ থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে।