Connecting You with the Truth

আমেরিকার কলোরাডোয় বিমান বিধ্বস্ত, নিহত ৫

71-124Yr3.St.55আমেরিকার কলোরাডোয় একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ যাত্রী নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় দুপুরের দিকে ইরি মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরের রানওয়ের পাশের মাঠে এক ইঞ্জিন বিশিষ্ট পিপার পিএ-৪৬ বিমানটি বিধ্বস্ত হয়ে এর পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।

মাউন্ট ভিউ ফায়ার রেসকিউ’র সহকারী প্রধান রজার রেডমাখার জানিয়েছেন, উদ্ধারকারীরা ছয় আসনের ওই বিমানটির ধ্বংসাবশেষ থেকে দুই জনের মৃতদেহ উদ্ধার করেছে।

Comments
Loading...