Connecting You with the Truth

আরও একটি প্রাদেশিক রাজধানী দখলের দাবি তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ জাওজানের রাজধানী শেবারগানের দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠি তালেবান। দক্ষিণাঞ্চলীয় নিমরুজ প্রদেশের রাজধানী শহর জারাঞ্জ দখলের ২৪ ঘণ্টার মধ্যে নতুন এ শহরের দখল নিয়েছে তারা। খবর আল জাজিরার।

শেবারগানের ডেপুটি গভর্নর কাদের মালিয়া শনিবার জানিয়েছেন, সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা শহরের উপকণ্ঠে বিমানবন্দরের দিকে সরে গেছেন। সেখান থেকেই তারা নিজেদের রক্ষা করার প্রস্তুতি নিচ্ছেন।

বার্তাসংস্থা এএফপিকে কাদের মালিয়া বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে শহরটি পুরোপুরি পতিত (তালেবানদের হাতে যাওয়া) হয়েছে। সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিমানবন্দরে সরে গেছেন।’

প্রাদেশিক কাউন্সিলর বিসমিল্লাহ সাহিল বলেন, তালেবান যোদ্ধারা সরকারি বিভিন্ন অফিস, পুলিশ সদর দপ্তর ও কেন্দ্রীয় কারাগারের মতো গুরুত্বপূর্ণ ভবন দখলে নিয়েছে।

এর আগে বিবিসির খবরে বলা হয়, জাওজানের রাজধানী শেবারগানের একটি কারাগার দখলের পর সব বন্দীদের মুক্ত করে দিয়েছে তালেবানরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, শেবারগান শহরে শনিবার তালেবান বিদ্রোহীরা আক্রমণ চালানোর পর কারাগার থেকে শত শত বন্দী বেরিয়ে আসছেন।

সারা আফগানিস্তানে বিভিন্ন অংশে যখন যুদ্ধ চলছে, তখন আফগান নিরাপত্তা বাহিনীর জন্য এটি আরেকটি বড় আঘাত। শেবারগানের পতন নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আফগান সরকার।

সম্প্রতি মার্কিন সেনারা আফগানিস্তান ত্যাগ করার পর থেকেই দেশটির বিভিন্ন অংশে তীব্র লড়াই চালিয়ে তালেবান দ্রুতগতিতে একের পর এক এলাকা দখল করে নিচ্ছে। শুক্রবার তারা নিমরুজ প্রদেশের রাজধানী জারাঞ্জ শহর দখল করে – যা তালেবানের হাতে চলে যাওয়া প্রথম প্রদেশিক রাজধানী।

এছাড়া পশ্চিমাঞ্চলীয় হেরাত, দক্ষিণাঞ্চলীয় লস্কর গহ এবং কান্দাহারের আরও কিছু শহরের ওপরও চাপ সৃষ্টি করেছে তালেবান যোদ্ধারা।

Comments
Loading...