Connecting You with the Truth

আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে সরিষাবাড়ী তৃণমূল বিএনপির শোকসভা অনুষ্ঠিত

ভ্রাম্যমাণ প্রতিনিধি, জামালপুর:
প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল মঙ্গলবার আরামনগর বাজার রফিক প্লাজার ৩য় তলায় উক্ত স্মরণসভা অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে রুহের মাগফেরাত ও শোক জ্ঞাপন করে বক্তব্য রাখেন, তৃণমূল বিএনপির বেলজিয়াম শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সেলিম। দেশের বাইরে থাকায় তার পক্ষে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী টেকনিক্যাল এ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মো. শহিদুলাহ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, রফিক প্লাজার সত্ত্বাধিকারী রফিকুল ইসলাম, ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ও প্রভাষক শামীম হোসাইন সোহেল, সাবেক প্যানেল মেয়র মো. শামসুল ইসলাম, উপজেলা তৃণমূল বিএনপির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম রাশেদ, খোকা, খলিলুর রহমান, মোনতাজ হোসেন, জহুরুল ইসলামসহ তৃণমূল বিএনপি, সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

Comments
Loading...