Connecting You with the Truth

আর্ন্তজাতিক কাস্টমস দিবস পালন উপলক্ষে কুড়িগ্রামে ভারত-বাংলাদেশের যৌথ শোভাযাত্রা

Kurigram International Customes Day Rally 26.01.15

Kurigram International Customes Day Rally 26.01.15

কুড়িগ্রাম প্রতিনিধি:
আর্ন্তজাতিক কাষ্টমস দিবস উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সোনাহাট স্থল বন্দরে ভারত-বাংলাদেশের যৌথ শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে সোনাহাট স্থল বন্দর থেকে র‌্যালি বের হয়ে জিরো পয়েন্টে ভারতীয় কাষ্টমস বিভাগের সাথে শুভেচ্ছা বিনিময় ও যৌথ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। রংপুর কাষ্টমস ভ্যাট এন্ড কমিশনারের উদ্যোগে কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দর ও শুল্ক বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ভারতের কাষ্টমস সুপার মুকুন্দ রাম দাস, বিএসএফ কোম্পানি কমান্ডার ভিপেন রায়ের ভারতের গোলকগঞ্জ সিএন্ডএফ এসোসিয়েশনরে সভাপতি গদাধর দত্ত, সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং বিভাগীয় রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী রাজস্ব কর্মকর্তা খলিলুর রহমান, সিএন্ড এফ এসোসিয়েশনের সম্পাদক সরকার রকীব আহম্মেদ, আমদানী ও রপ্তানি কারক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে ভুরুঙ্গামারী ইউএনও এরশাদ আহসান হাবীবের নেতৃত্বে শোভাযাত্রাটি ভুরুঙ্গামারী শহর প্রদক্ষিন করে।

Comments
Loading...