Connecting You with the Truth

আলমডাঙ্গায় জনযুদ্ধের নেতাকে জবাই করে হত্যা

আলমডাঙ্গা প্রতিনিধি:

বৃহস্পতিবার রাত ২টার দিকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়ায় জনযুদ্ধের নেতা টোকনকে জবাই করে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের শহিদ রওশন চত্বর তিন রাস্তার মোড়ে জনযুদ্ধ লাল পতাকার অন্যতম নেতা টোকনকে (৩৫) নির্মমভাবে জবাই করে হত্যা করেছে জনযুদ্ধের লাল পতাকার সদস্যরা। জনযুদ্ধ লাল পতাকা এই খুনের দায় স্বীকার করেছে বলে জানা গেছে। আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মনিরুদ্দিন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতা নিশ্চিত করেছেন।

Comments
Loading...