Connecting You with the Truth

আ’লীগ বিক্ষোভ সমাবেশ করেছে রংপুরে

রংপুর প্রতিনিধি:

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দ্রুত শেষ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে নগরীর বেতপট্টি মোড়ের দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাচারি বাজার এলাকায় সমাবেশ করে। এর আগে সকাল থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসতে থাকেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান সিফির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান সোহেল, দপ্তর সম্পাদক তহিদুর রহমান টুটুল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, মহানগর ছাত্রলীগের সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, বিএনপি জামায়াত জোট এদেশে জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। এর প্রতিবাদ করাতেই  আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হমলা করে হত্যার চেষ্টা করা হয়। সভানেত্রী বেঁচে গেলেও দলের ২৪ জন নেতাকর্মী নিহত ও অসংখ্য নেতাকর্মী আহত হন। এ ঘটনায় তারেক রহমানসহ বিএনপি-জামায়াতের অনেকে জড়িত বলেও অভিযোগ করেন বক্তারা।

Comments
Loading...